Top News

ইসরাইলের আগ্রাসন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

 


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে ইসরাইলের ‘বেপরোয়া আগ্রাসন’ বন্ধে জোর দিয়ে বলেছেন, এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এর আগে গত মঙ্গলবার ইসরাইল দোহায় হামলা চালায়। হামাস জানিয়েছে, তাদের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও পাঁচ সদস্য নিহত হয়েছেন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্যও প্রাণ হারান। নিহতদের জানাজা বৃহস্পতিবার দোহাতেই অনুষ্ঠিত হয়।

শাহবাজ শরিফ এ ঘটনাকে কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি একে ‘নীচ ও জঘন্য’ হামলা উল্লেখ করে নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা জানান এবং কাতার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পাকিস্তান ও কাতারের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ সবসময় একে অপরের পাশে থেকেছে। অন্যায় উসকানি মোকাবিলায় পাকিস্তান দোহাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত।


তিনি কাতারের গাজা শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ইসরাইলের আগ্রাসনের উদ্দেশ্য হলো অঞ্চলকে অস্থিতিশীল করা এবং কূটনৈতিক ও মানবিক উদ্যোগ ব্যাহত করা।

কাতারের অনুরোধে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে এবং দোহায় আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে। পাকিস্তান ওই সম্মেলনে ওআইসি কাঠামোর আওতায় সহ-আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।


এ সময় শাহবাজ শরিফ কাতারের আমিরকে ধন্যবাদ জানান ভারতের সঙ্গে সাম্প্রতিক অচলাবস্থায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য। দুই নেতা আঞ্চলিক শান্তি, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন।

Post a Comment

নবীনতর পূর্বতন