Top News

‘জেন–জি’দের ভোটার করতে চায় এনসিপি

 



জেন–জিদের ভোটার করতে চায় এনসিপি, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেয়ার বয়স ১৬ বছর আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দুপুরে রাজধানীর রুপায়ন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

এনসিপি মনে করে, ভোট দেওয়ার বয়স ১৬ বছর হতে পারে। সারোয়ার তুষার বলেন, এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেন–জির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। অভ্যুত্থান–পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এ নির্বাচনে তারা (জেন–জি) মতামত দিতে পারবে না শুধু বয়স ১৮ বছরের নিচে হওয়ার কারণে, এটা এনসিপি যৌক্তিক মনে করে না। আগামীকাল এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দেবে। এছাড়া তি‌নি বলেন, বাহাত্তরের সংবিধান অভ্যুত্থানের পরে আর কার্যকর নয়। আমরা মনে করি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন সংবিধান লেখা উচিত। 

সংবাদ সম্মেলনে সারোয়ার তুষার বলেন, তারা (সংবিধান সংস্কার কমিশন) চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর। এনসিপি মনে করে, এটা খুবই কম বয়স। এটা ২৩ বছর হতে পারে।

বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। সেখান থেকে কমিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন।

আগামীকাল রোববার বেলা দুইটার সময় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে তাদের কাছে এনসিপির প্রতিনিধিদল সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানান সারোয়ার তুষার। তিনি জানান, তারপর ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা হবে। তিনি বলেন, ঐকমত্য কমিশন ইতিমধ্যে বলেছে, যে দলগুলো ইতিমধ্যে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, তাদের সঙ্গে তারা আলোচনা শুরু করেছে। আগামীকাল প্রস্তাব জমা দিলে এনসিপির সঙ্গে ঐকমত্য কমিশনের ঈদের পর তাদের (এনসিপি) অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার সমন্বয় কমিটির সদস্য মনিরা শারমিন, জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।



Post a Comment

নবীনতর পূর্বতন