Top News

দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না -- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 


দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সকাল ১১টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য, নির্বাচন, সংস্কার ইস্যুসহ নানা বিষয় নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না। দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না।

সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন ফখরুল। তিনি বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।  

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন