সেনা প্রধানের প্রশংসায় এনসিপি নেতা সার্জিস আলম

 



জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সার্জিস আলম সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তার ভেরিফাইড ফেসবুক  আইডিতে একটি পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, (পোস্টটি হুবুহু দেয়া হলো)“
১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। যেটা সকল উদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেছে বেশি হবে। 

২. সবেচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।

৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।”

সাধারনত এনসিপির নেতাদের কেউ কেউ সেনাপ্রধানে জেনারেল ওয়াকারুজ্জামানের সমালোচনা করে থাকেন। জনাব সার্জিস সেগুলোর প্রতিবাদ না করে বরং মৌন সমর্থন দিতেন। কিন্তু তার আজকের বক্তব্যে মানুষের মনে চাঞ্চল্যে সৃষ্টি করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন